চিত্ত-প্রদীপ/চিত্ত-প্রদীপ
(পৃ. ৯)
চিত্ত-প্রদীপ
চিত্ত-প্রদীপ জ্বালি নিত্য আরতি তব,
বিত্ত দাও ঢালি অনুভূতি নব নব।
গীতি যাঁর নিতি ছুঁয়ে চরণ-কমল,
পরম পুলকে মেলে মরমের দল।
শরতের সোনা সবে ভরি দেয় বুক,
পরতে পরতে কার অপরূপ রূপ।
ফাল্গুনের মিতা সে-যে বরষার বঁধু,
আগুনের আখরেতে যাঁর নাম শুধু।
সারাটী ভুবন ঘিরে নাচি নাচি ফিরে,
“আমারে পাইবে বঁধু নয়নের নীরে”।
রোদন-সায়র কুলে বিছায়ে শয়ন,
বোধন আরতি তাই করি অনুখণ।
ভরি দাও হৃদি তুমি নব নব রূপে,
মিলনের মধু ঝরে দিকে দিকে দিকে॥