চিত্ত-প্রদীপ/ধরলে যখন আমার হাত
ধরলে যখন আমার হাত
আপনি এসে ধরলে হাত
এবার আমায় কে আর হারায়
দিনকে দেব করেই রাত
বিষাদ ভয়ের জন্ম যে হায়!
বিনাশ লয়ের কারখানায়
বিশাল মরুর ঈশান কোণে
তাহার রূপের রং ঘনায়।
কবর ভেঙ্গে আটখানা,
ধু ধু মরুর নিরস তরুর
বিরস-ভরা মাটখানা॥
এবার আমি তুচ্ছ গণি
আনতে ফণীর মাথার মণি
সকল ভালো করব মাত।
ধরলে যখন আমার হাত॥
ভিড়বে তরী মানে মানে
ভরিয়ে বোঝা তোমার দানে,
ফিরবে ঘরে ঘর ছাড়া ঐ,
মনমরা ঐ মনের টানে।
ভুললে যখন তাহার গানে॥
ধরলে যখন আমারে হাত।
করলে খেয়াল মেঘের দেওয়াল
তোমার সাথে আমার সাথ।
দাম বাড়ালো আবছা আড়াল
বাসছ ভালো ভাললাগা।
ক্ষণে ক্ষণে আসছ মনে,
মেঘের রথে ছড়িয়ে আভা।
এবার আমায় আর কে পায়,
তুলব পাহাড় আকাশ-গায়।
দুলব মেঘের রং দোলায়॥
তোমার হাতে মিললো হাত।
সন্ধ্যা সকাল তোমার খেয়াল
রাখছ যখন করেই মাত।
এবার আমায় আর কে পায়;
প্রসাদ ভেঙে গড়ব কুটীর,
আমার মুঠির জোর তলায়।
আশার শেষে ধরব ক'শে,
বসব হেসে খুস্ খানায়।
বিরাট তরুর মগ-ডালে ঐ,
আমার খুসীর দোল্নাটায়॥
শক্তিমানের শক্তি যে আজ
ভক্তজনের ভরায় দেহ।
ঠকতে হবে আজকে তাকে,
সহজ ভেবে ছললে কেহ।
আজ-যে সুখের ষোল কলা,
দুলছে দুখের গোড়ে মালা।
আজকে তোমার তিন ভুবনে'
জয় করিলাল তোমার সাথ।
এবার আমায় কে আর হারায়,
দিনকে দেব করেই রাত॥