চিত্ত-প্রদীপ/মনচোর

মনচোর

মরম-শ্রবণে পশিয়াছে বাণী
মরম-আঁখিতে রূপ।
অন্তরে তব লভেছি পরশ
মৃদু সুগন্ধ ধূপ।
ওগো আর বল কিবা চাই?
তোমার আমল প্রেমের বিভায়,
আলোকিত সব ঠাঁই॥
প্রভু কে বলে গো তুমি নাই?
মদনমোহন রূপেতে আমার
ভরিলে সকল ঠাঁই
অমৃত পরশে ধন্য হয়েছি
বিফলতা কিছু নাই।

ধেয়ানের শেষে নিতি নববেশে
আসগো আঁখিতে তাই।
ওগো আজি এ' ভিক্ষা চাই,
ক্ষণেকেরও তরে মোহমায়া ঘোরে,
তোমারে না ভুলে যাই॥
তব নাম স্মরি প্রেমময় হরি,
নিতি আঁখি জলে ভাসি।
জনমে জনমে মনের মুকুরে
দেখা দিও ভালবাসি॥
রুণু রুণু তব নূপুরের ধ্বনি
"রাধা রাধা” বেণু গান।
আমার আমারে যুগে যুগে যেন
ভেঙ্গে করে খান্‌ খান্‌ খান্‌
থাকি নামের নেশায় ভোর,
(ওগো) যুগে যুগে আর জনমে জনমে
হয়ো মম মনচোর॥