যখন

তোমার চরণ-ধ্বনি যখন বাজে আমার কানে,
স্বর্গ মর্ত ভরিয়া যায় গানে গানে গানে।
সব পরমাণু নাচে “এসেছে সে এসেছে সে"
করবো কি-যে পাই না খুঁজে তোমার আসার টানে
যখন তোমার চরণধ্বনি বাজে আমার কাণে॥

তোমার টানে সৃষ্টি আনে বৃষ্টি ধারার রোখ,
তোমার গানে ভরায় প্রাণে ব্যাকুলতা যোগ।
লুকিয়ে থেকে নাও যে ডেকে তোমার কাছে,
আমার 'আমি' লয় হয়ে যায় তোমার মাঝে।
তোমার চরণ-ধ্বনি যখন বাজে আমার কাণে॥

ওগো! তোমার আসার আশায় আশায়
ক্ষণ গনি-যে দিন কেটে যায়।
আর তোমার ভালবাসা আমার
ভাসায় সকল টানে।
তোমার চরণধ্বনি যখন বাজে আমার কাণে॥

পরশ-মাখা সরস নেশায় সকল ব্যথা ভোলে,
তোমার আসার সময় হল, সময় হল বলে—
তোমার চরণ-ধ্বনি যখন বাজে আমার কাণে।
তুমি গোপন-দানে ভরাও প্রাণে সকল চাওয়া,
ও সে প্রিয়কায় পরশ-পাওয়া দক্ষিণ হাওয়া।

যখন তোমার বিদায়-বাঁশী “আসি ওগো আসি"
মন্দ মধুর গন্ধ ধারায় ছন্দে বেড়ায় ভাসি।
তখন আমার 'আমি' লুটায় পথেই ভাঙি,
জীয়ন কাটি রয় যে শুধু “আগমনী” গানে।
যখন তোমার চরণ ধ্বনি বাজে আমার কাণে