ছবি ও গান/আবছায়া
আবছায়া
তারা সেই, ধীরে ধীরে আসিত,
মৃদু মৃদু হাসিত,
তাদের পড়েছে আজ মনে,
তারা কথাটি কহিত না,
কাছেতে রহিত না,
চেয়ে রৈত নয়নে নয়নে।
তারা চলে যেত আনমনে,
বেড়াইত বনে বনে,
আনমনে গাহিত রে গান।
চুল থেকে ঝ'রে ঝ'রে
ফুলগুলি যেত প'ড়ে,
কেশপাশে ঢাকিত বয়ান।
কাছে আমি যাইতাম,
গানগুলি গাইতাম,
সাথে সাথে যাইতাম পিছু,
তারা যেন আনমনা,
শুনিতে কি শুনিত না,
বুঝিবারে নারিতাম কিছু।
কভু তারা থাকি থাকি
আনমনে শূন্য আঁখি,
চাহিয়া রহিত মুখপানে,
ভাল তারা বাসিত কি,
মৃদু হাসি হাসিত কি,
প্রাণে প্রাণ দিত কি, কে জানে!
গাঁথি ফুলে মালাগুলি,
যেন তা'রা যেত ভুলি
পরাইতে আমার গলায়।
যেন যেতে যেতে ধীরে
চায় তা'রা ফিরে ফিরে
বকুলের গাছের তলায়।
যেন তা'রা ভালবেসে
ডেকে যেত কাছে এসে
চলে যেত করিত রে মানা।
আমার তরুণ প্রাণে
তা'দের হৃদয় খানি
আধ জানা, আধেক অজানা।
কোথা চলে গেল তা'রা,
কোথা যেন পথহারা,
তা'দের দেখিনে কেন আর।
কোথা সেই ছায়া ছায়া
কিশোর-কল্পনা মায়া,
মেঘ মুখে হাসিটি ঊষার।
আলোতে ছায়াতে ঘেরা
জাগরণ স্বপনেরা।
আশে পাশে করিত রে খেলা,
একে একে পলাইল,
শূন্যে যেন মিলাইল,
বাড়িতে লাগিল যত বেলা।