জীবনী কোষ/ভারতীয়-ঐতিহাসিক/ককাই সান্তরা, মহাপাত্র


ককাই সান্তরা, মহাপাত্র—তিনি উড়িষ্যার বিখ্যাত সূর্য্যবংশীয় নরপতি। কপিলেন্দ্রের (১৪৩৫–১৪৭০ খ্রীঃ) অন্যতম সেনাপতি ছিলেন। তিনি বাহমনিংশের নবাব হুমায়ুন শাহ বাহমনির প্রেরিত সেনাপতি খাজা জাহানকে পরাজিত করেন। কপিলেন্দ্র দেখ।