জীবনী কোষ/ভারতীয়-ঐতিহাসিক/কক্কল
কক্কল—তিনি রাষ্ট্রকূটবংশের শেষ নরপতি। যদিও তিনি একজন বীর পুরুষ ছিলেন, তথাপি মালব দেশের অধিপতি হর্ষ ও মুঞ্জের আক্রমণে অতিশয় দুর্ব্বল হইয়াছিলেন। এই সময়ে চালুক্য বংশীয় তৈলপ তাঁহার রাজ্য আক্রমণ করিয়া তাহাকে রাজ্যচ্যূত করেন। তৈলপ পরে তাঁহার কন্যা জক্কবাকে বিবাহ করেন।