জীবনী কোষ/ভারতীয়-ঐতিহাসিক/কনক


কনক— তিনি কাশ্মীরপতি হর্ষদেবের (১০৮০-১১০২ খ্রীঃ) মন্ত্রী চম্পকের ভ্রাতা। তিনি সঙ্গীত বিদ্যায় বিশেষ জ্ঞান লাভ করিয়া, মহীপতি হর্ষদেবের নিকট হইতে এক লক্ষ স্বর্ণ দিন্নার পুরস্কার প্রাপ্ত হইয়াছিলেন। কিন্তু পরবর্ত্তী সাতবাহনবংশীয় নরপতি উচ্চলের রাজত্বকালে (১১০২-১১১২ খ্রীঃ) তিনি কাশ্মীর পরিত্যাগ পূর্ব্বক কাশীবাসী হন। এবং তথায়ই তিনি শেষ নিঃশ্বাস পরিত্যাগ করেন।