টম্ খুড়ো/হারির পিতা জর্জ্জের সহিত ইলার সাক্ষাৎ
অধুনা কি আহ্লাদের বিষয় এক দিবস সন্ধ্যার সময় কোয়েকরকুলজাত ফিনিযাস ফ্লেচর নামাভিধেয় একজন ভ্রমণকারি হারির পিতা দরিদ্র জর্জ্জকে সঙ্গে করিয়া তথায় উপস্থিত হইল। তাহার নিষ্ঠুর প্রভু তাহাকে বিক্রয় করাতে তিনি তথা হইতে পলায়ন করিয়া ইতস্ততঃ আপন ভার্য্যাকে ও সন্তানকে অনুসন্ধান করিয়া বেড়াইতে ছিলেন, যে হেতুক তাহাদিগের সহিত সাক্ষাৎ হইলে ইংলণ্ড রাজ্যের অধীনস্থ কেনেডা প্রদেশে লইয়া যাইবেন, এক্ষণে তিন জনে একত্র হওয়াতে সকলের আহ্লাদের আর পরিসীমা রহিল না। পরন্ত নিষ্ঠুর পশ্চাদ্গামী জনগণেরা তাহাদিগের অজ্ঞাতবাস জানিতে পারায় তাহারা কোয়েকরদিগের কাছে আর অধিক দিন থাকিতে পারিলেন না। তন্নিমিত্তে নিরাপদে কেনেডায় পঁহুছিবার আশয়ে সাহসিক ফিনিযাস ফেচরের সমভিব্যাহারে তিন জনে যাত্রা করিলেন, কিন্তু পথি মধ্যে নৃশংস পশ্চাদ্গামী ব্যক্তিরা প্রায় ধৃত করে এই আশঙ্কায় শঙ্কাকুল হইয়া আত্ম রক্ষা জন্য সকলে ভূধরোপরি পলায়ন করিল, কিন্তু কেনেডায় গমন করিলে তাহাদিগের আর কোন ভয় থাকিত না, যে হেতুক সেই স্থান ইংরাজদিগের অধীন, তখায় নৃশংস ক্রীতদাস ব্যবসায়ি বা নিষ্ঠুর প্রভু কখন যাইতে পারিত না, অনায়াসে তাহা সুখ স্বচ্ছন্দে বাস করিতে পারিত, যাহাহউক এক্ষণে জর্জ্জ পিস্তল হস্তে করিয়া পর্ব্বতে দণ্ডাইয়া রহিল।
তৎকালে নিষ্ঠুর ব্যক্তিরা তথায় উপস্থিত হওয়াতে ফিনিযাস ফ্লেচর তাহাদিগকে কহিলেন, রে নরাধম ব্যক্তিরা তোমরা এ স্থানে আসিয়া কি করিবে বল? আপন ভার্য্যা ও সন্তানের জন্য জর্জ্জ তোমাদিগের সহিত যুদ্ধ করিবে তচ্ছ্রবণে তাহারা অধিক লোক আনয়ন হেতু যাত্রা করিলে হারিকে বালিকার বেশ করাইয়া ইলাইজা বালকের বেশ ধারণ করিলেন। তৎপরে সকলে একত্রিত হইয়া অতি বেগে গমন করিতে লাগিলেন কতক দুর গমন করিয়া একজন দয়াবান বন্ধুর ভবনে সেই দিবস অবস্থিতি করিয়া পরদিন বাষ্পীয় যানারোহণ পুরঃসর কেনেডায় পঁহুছিলেন। তথায় নিরাপদে আগমন করিয়াছেন, বলিয়া জগদীশরকে বিস্তর ধন্যবাদ প্রদান করিলেন। এবং সকলেই আহ্লাদ সাগরে নিমগ্ন হইলেন। জর্জ্জ তাহাদিগের সমীপে অধ্যাসীন হইয়া জগদীশ্বরের প্রার্থনা করিতে লাগিলেন। হে সর্ব্বকরুণাকর পরমেশ্বর! ভবদীয় অনুকম্পায় আমরা কেনেডা ভূমিতে পঁহুছিয়াছি। এ স্থানে আমরা সম্পূর্ণ স্বাধীনত্ব লাভ করিয়াছি, দুষ্ট বণিকেরা আসিয়া আমাদিগকে আর ধৃত করিতে পারিবে না, যদিও এ স্থান আমাদিগের স্বদেশ নহে, তথাচ এখানে বাস করাতে স্বাধীন বলিয়া পরিগণিত হইলাম। এবং এত দিনের পর দাসত্বশৃংখল হইতে মুক্তি লাভ করিলাম।