টেমপ্লেট:Hanging indent
ব্যবহারবিধি
সম্পাদনাঝুলন্ত ইনডেন্ট টেমপ্লেট। যখন একটি পরামিতি ব্যবহার করা হয় তখন পূর্বনির্ধারিত ইনসেট থাকে 2em অর্থাৎ যখন টেমপ্লেটের নামের পরই একটি একক পাইপ | চিহ্নের পর ইনডেন্ট করার জন্য টেক্সট দেয়া হয়ে থাকে। (এখানে {{lorem ipsum}} ব্যবহার করা হয়েছে কেবলই কিছু উদাহরণ টেক্সট প্রদর্শনের জন্য।)
- এক পরামিতি
-
- {{hanging indent|{{lorem ipsum}}}}
ফলাফল
- সংক্ষিপ্ত সংস্করণ
-
- {{hi|{{lorem ipsum}}}}
ফলাফল
- ইনডেন্টের পরিমাণ নির্ধারণ করে দিতে হলে প্রথম পরামিতি হিসেবে প্রস্থ উল্লেখ করুন যেমন— 1em
-
- {{hanging indent|1em|{{lorem ipsum}}}}
ফলাফল
ব্যাপ্তি যখন একাধিক পাতা জুড়ে
সম্পাদনাআপনি অনুচ্ছেদের শুরুতে {{hanging indent/s}} এবং শেষে {{hanging indent/e}} ব্যবহার করতে পারেন। কিন্তু আপনার ঝুলন্ত ইনডেন্ট যদি একাধিক পাতা জুড়ে থাকে তবে, বিশেষ পদ্ধতিতে আরেকটি ট্যাগ ব্যবহার করতে হবে। ধরুন, একটি অনুচ্ছেদ বর্তমান পাতায় শুরু কিন্তু তার শেষের অংশ পরের পাতায় গিয়েছে (আবার তার পরের পাতায়ও শেষ না হয়ে আরেকটি পাতায় গিয়ে থাকতে পারে)। সেক্ষেত্রে, অনুচ্ছেদটির শুরু করবেন {{hi/s}} দিয়ে কিন্তু পাতার মূল টেক্সট অংশে {{hi/e}} দেবেন না বরং তা পাতার পাদটীকা (footer) লিখুন (যদি পাদটীকার অন্য বিষয়বস্তু থাকে তবে সেগুলোর আগে)। নিশ্চয়ই জানেন যে, শীর্ষক (header) এবং পাদটীকা (footer) এর বিষয়বস্তু পুস্তকাকারে প্রতিলিপ্ত (transcluded) হয়ে অন্তর্ভুক্ত হয় না। কারণ আমাদের উদ্দেশ্য প্রতিটি পাতার প্রদর্শন ঠিক করা, তবে মূল গন্তব্য কিন্তু সেগুলোর পুস্তকাকারে প্রদর্শনই। এখন পুস্তকাকারে প্রদর্শনের ক্ষেত্রে শীর্ষক আর পাদটীকা আসবে না। কিন্তু একক পাতা আকারে দেখার সময় ঠিকই শীর্ষক এবং পাদটীকাসহ দেখাবে। তাই আমরা উভয় প্রদর্শনের উপযোগী করে এই পদ্ধতি অবলম্বন করছি। যদি আমরা কেবলই পাতার মূল অংশে ট্যাগ বসিয়ে যাবার কথা ভাবতাম, তবে একক পাতা প্রদর্শনের ক্ষেত্রে পাতাগুলো সঠিকভাবে দেখাতো না। এখন পরের পাতায় গিয়ে তার শীর্ষকে আপনি {{hi/s}} এর পরিবর্তে {{hi/m}} ব্যবহার করতে পারেন। এতে অনুচ্ছেদটি শুরু হবে প্রথম লাইন বাড়িয়ে না থেকেই (কারণ, ঝুলন্ত ইনডেন্টে অনুচ্ছেদের কেবল প্রথম লাইনই বামের মার্জিনে শুরু হয়)। এখন যদি দ্বিতীয় পাতায়ই টেক্সটটি শেষ হয়ে গিয়ে থাকে তাহলে টেক্সটের শেষে কেবল একটি {{hi/e}} দেবেন। তবে যদি টেক্সট পরের পাতায়ও গিয়ে থাকে, তবে, {{hi/e}} লিখবেন কেবল পাদটীকায় (footer)। এই তিন টি টেমপ্লেট কোথায় কোনটি বসছে তা নিচে বিস্তারিত উদাহরণসহ দেয়া আছে। যদি আপনার টেক্সট মাত্র দু’পাতা জুড়ে থাকে তবে মধ্যের পাতার অংশ এড়িয়ে যান। এ পদ্ধতিতে যদি কোনো পাতায় আপনার টেক্সটের মাঝে জটিল কোনো ফরম্যাটিং থাকে, তার পরে টেক্সটটি আবার চলমান হয়, সেক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন। {{hi/m}} দিয়ে বিরতির পর শুরু করা যাবে। তাতে টেক্সটের প্রদর্শন ভাঙবে না।
প্রথম পাতা
সম্পাদনা- পাতার প্রধান অংশ (body)
- {{hanging indent/s}}
- ঝুলন্ত ইনডেন্ট টেক্সটের শুরুর ঠিক আগে বসবে।
- পাদটীকা (footer)
- {{hanging indent/e}}
মধ্যের পাতাসমূহে
সম্পাদনা- শীর্ষক (header)
- {{hanging indent/m}}
- পাতার প্রধান অংশ (body)
- আগের পাতায় ইনডেন্ট শুরু হওয়া অনুচ্ছেদের অব্যাহত মধ্যের অংশ এই পাতায় যাচ্ছে।
- পদটীকা
- {{hanging indent/e}}
শেষের পাতা
সম্পাদনা- শীর্ষক
- {{hanging indent/m}}
- পাতার প্রধান অংশ (body)
- আগের পাতা(গুলোতে) ইনডেন্ট শুরু হয়ে আসা অনুচ্ছেদের শেষাংশ এখানে।
- {{hanging indent/e}}