টেমপ্লেট:Indent
বেজায় গরম। গাছতলায় দিব্যি ছায়ার মধ্যে চুপচাপ শুয়ে আছি, তবু ঘেমে অস্থির। ঘাসের উপর রুমালটা ছিল, ঘাম মুছবার জন্য যেই সেটা তুলতে গিয়েছি অমনি রুমালটা বলল, ‘ম্যাও!’ কি আপদ! রুমালটা ম্যাও করে কেন? চেয়ে দেখি রুমাল তো আর রুমাল নেই, দিব্যি মোটা-সোটা লাল টক্টকে একটা বেড়াল গোঁফ ফুলিয়ে প্যাট্-প্যাট্ করে আমার দিকে তাকিয়ে আছে। আমি বললাম, ‘কি মুশকিল! ছিল রুমাল, হয়ে গেল একটা বেড়াল।’ অমনি বেড়ালটা বলে উঠল, ‘মুশকিল আবার কি? ছিল একটা ডিম, হয়ে গেল দিব্যি একটা প্যাঁক্পেঁকে হাঁস। এ তো হামেশাই হচ্ছে।’ আমি খানিক ভেবে বললাম, ‘তা হলে তোমায় এখন কি বলে ডাকব? তুমি তো সত্যিকারের বেড়াল নও, আসলে তুমি হচ্ছ রুমাল।’ বেড়াল বলল, ‘বেড়ালও বলতে পার, রুমালও বলতে পার, চন্দ্রবিন্দুও বলতে পার।’
ব্যবহারবিধি
সম্পাদনা- আগের বাদযোগ্য লেখার পদ্ধতি
- {{indent|number}}
- নতুন লেখার পদ্ধতি
- {{indent|text|number}}
যেখানে "number" হলো টাইপোগ্রাফির em এর সংখ্যা।
See also:
সম্পাদনাউপরোক্ত নথিটি টেমপ্লেট:Indent/নথি থেকে প্রতিলিপ্ত। (সম্পাদনা | ইতিহাস) ব্যবহারকারীগণ খেলাঘর (তৈরি করুন | আয়না) এবং পরীক্ষা পাতায় (তৈরি করুন) এই টেমপ্লেট সংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষা করতে পারেন। দয়া করে /নথি উপপাতায় বিষয়শ্রেণী যোগ করুন। এই টেমপ্লেটের উপপাতাসমূহ। |