776003তীর্থরেণু — অদৃষ্ট ও প্রেমআবুল কাসিম ফেরদৌসী তুসীসত্যেন্দ্রনাথ দত্ত
অদৃষ্ট ও প্রেম
অদৃষ্ট শাসন করে নিখিল ভুবনে, শাসনে সে রাখে নৃপগণে;
নারীর হৃদয়, প্রাণ, প্রেম চিরদিন হ’য়ে আছে তাহারি অধীন!
রক্ত হ’তে পারে ক্ষয়, কি ফল তাহায়? অদৃষ্ট প্রেমের গতি, কে রুধিবে, হায়!