(৬)

কুসুমের শোভা
টুটে সে বৃষ্টিজলে,
রূপ মনোলোভা
তাওতো যেতেছে চলে;
আসা-যাওয়া নিলে।

শ্রীমতী কোমাচী।