তীর্থরেণু/দুঃখ ও সুখ
দুঃখ ও সুখ
হৃদয়ের মাঝে পাশাপাশি আছে
গুপ্ত দু’খানি ঘর,
দুঃখ ও সুখ বাস করে তাহে,—
যমজ দু’ সহোদর।
সুখ জেগে উঠে আপনার মনে
খেলে গো আপন ঘরে,
দুরন্ত ছেলে দুঃখ এখনো
ঘুমাইছে অকাতরে।
ওরে সুখ! তুই চুপি চুপি খেল্,
করিস্নে কলরব;
এখনি দুঃখ উঠিবে জাগিয়া
করিবে উপদ্রব।
অজ্ঞাত।