তীর্থরেণু/নিশানের মর্য্যাদা

নিশানের মর্য্যাদা

(নাস্‌সান্‌ যুদ্ধের পর একজন মৃত জাপানী সৈনিকের পাগড়ীর মধ্যে প্রাপ্ত)

প্রভু !  নিশি অবশানে শিশিরের সনে
হয়ত জীবন ফুরাবে প্রাতে,
তবু  নিশানের মান রক্ষা করিব,—
দিব না সে ধন শত্রু হাতে;
কভু  ছাড়িব না তাহা; অন্তিমে তারে
পাগড়ী করিয়া বাঁধিব মাথে।