তীর্থরেণু/প্রেমের অত্যুক্তি
প্রেমের অত্যুক্তি
(একটি স্পেন দেশীয় কবিতার অনুসরণে)
হাজারটা মন থাকত যদি সব কটা মন দিয়ে,
ভাল তোমায় বাসতাম আমি, প্রিয়ে!
কুবেরের ধন পাই গো যদি পায়ে তা’ অর্পিয়ে
ভাবব,—কিছুই হয়নি দেওয়া, প্রিয়ে।
লক্ষ-লোচন ইন্দ্র হয়ে,তোমার পানে থাকব চেয়ে,
হাজার বাহু দিয়ে তোমায় ধৰ্বব আলিঙ্গিয়ে,—
কার্তবীর্য্য রাজার মত, প্রিয়ে!
কানুর মত শিখব বেণু বৃন্দাবনে গিয়ে,
তোমায় শুধু ক'র্ত্তে খুসী, প্রিয়ে॥
ফাগুন হ'য়ে দিব তোমায় লাবণ্যে ছাপিয়ে,
প্রণয় হ'য়ে সোহাগ দিব, প্রিয়ে!
কবি হ’ব মন গলাতে, রাজা হব সাধ মিটাতে,
নিত্যকালে পেতে তোমায় স্বর্গ হ’ব প্রিয়ে।
সকল সাধন,—সকল পুণ্য দিয়ে।