তীর্থরেণু/প্রেমের ঠাকুর

প্রেমের ঠাকুর

নিত্য নাহিলে  হরি যদি মিলে
জলজন্তু তো আছে,
ফলমূল খেলে  হরি যদি মেলে,—
বানর রয়েছে গাছে।

তৃণ দাঁতে ধরি  যদি মিলে হরি
তবে হরি হরিণের,
কামিনী ত্যজিলে  হরি যদি মিলে
খোজা তো রয়েছে ঢের।
শুধু দুধ খেলে  হরি যদি মেলে,—
কত আছে কচি ছেলে,
কহে মীরাবাই  বিনা প্রেম, ভাই,
সে ধন কভু না মেলে।

মীরাবাই।