তীর্থরেণু/বিবাহান্তে বিদায়
বিবাহান্তে বিদায়।
(মুণ্ডারি)
ভাই বোনেতে ছিলাম রে এক মায়ের জঠরে,
মায়ের যা’ দুধ সব খেয়েছি আমরা ভাগ ক’রে;
তোমার ভাগ্যে ভাইরে তুমি পেলে বাপের ঘর,
আমার ভাগ্যে ভাই রে আমি হ’লাম দেশান্তর।
মাসেক দু’মাস কাঁদ্বে বাপে, সারাজীবন মায়,
দিনেক দু’দিন হয় তোত রে ভাই কাঁদ্বে তুমি, হায়;
ভায়ের বধূ কাঁদ্বে শুধু বিদায়ের কালে,
পোষা পাখী মুছ্বে আঁখি আঁখির আড়ালে।