নিজ তনু হ’তে তন্তু সৃজিয়া ঊর্ণনাভের মত, আপনার জালে আপনি আবৃত হ’য়েছেন যিনি স্বতঃ, সাক্ষী, চেতন, পরম পুরুষ সেই নিখিলের প্রাণ,— আমাদের সবে ব্রহ্ম-প্রবেশ সূত্র করুন দান।