তীর্থরেণু/শুক্ল নিশীথে

শুক্ল নিশীথে

শুক্লা যামিনী প্রসন্ন হ’ল
লভিয়া তোমার জ্যোতি,
দেহ-নিরুদ্ধ আত্মারে তাই
দিল সে অব্যাহতি;
ছিঁড়িল শিকল হ’ল সে উজল
স্ফটিক মালার মত।
প্রভু ভৃত্যের ভেদ ঘুচে গেল,
ভুবন স্বপ্নহত!
বন্দ্বী ভুলিল বন্ধন, রাজা
রাজ্য ভুলিল ঘুমে
পুণ্য যামিনী সাম্য আনিল
বিষম মর্ত্ত্য ভূমে।

রুমি।