তীর্থরেণু/সঙ্কেত গীতিকা

সঙ্কেত গীতিকা

ভোর হ’য়ে গেছে, এখনো দুয়ার বন্ধ তোর!
সুন্দরী! তুমি কত ঘুম যাও? স্বজনী!
গোলাপ জেগেছে, এখনো তোমার নয়নে ঘোর?
টুটিল না ঘুম? দেখ চেয়ে,নাই রজনী।
প্রিয়া আমার,
শোনো, চপল!
গাহে কে! আর
কাঁদে কেবল!

. নিখিল ভুবন করে করাঘাত দুয়ারে তোর,
পাখী ডেকে বলে ‘আমি সঙ্গীত-সুষমা’;
উষা বলে ‘আমি দিনের আলোেক, কনক-ডোর,
হিয়া মোর বলে ‘আমি প্রেম, অয়ি সুরমা!’
প্রিয়া! কোথায়?
শোনো, চপল!
বঁধুয়া গায়,—
নয়নে জল।
ভালবাসি নারী! পূজা করি, দেবী! মুরতি তোর,
বিধি তোরে দিয়ে পূর্ণ ক’রেছে আমারে;
প্রেম দেছে শুধু তোরি তরে বিধি হৃদয়ে মোর,
নয়ন দিয়েছে দেখিতে কেবল তোমারে!
প্রিয়া আমার,
শোনো, চপল!
গাহিতে গান
কাঁদি কেবল!

ভিক্তর হুগো।