তীর্থরেণু/সন্ধ্যার পূর্ব্বে

সন্ধ্যার পূর্ব্বে

ওগো!  দিনের নাবাল ভুয়ে,
আর  রজনীর এই পারে,
কিছু  ধরিয়া পাইনে ছুঁয়ে
আঁখি  ডুবে যায় একেবারে;
ছায়া  মোলায়েম, আলো মৃদু,
পড়ে  পথে ঘাটে নুয়ে নুয়ে;—
রবি  ছড়িয়ে গেছে যে সীধু,
বাদল  যে ফুল গিয়েছে থুয়ে।

এই  নিভৃত নিমেষ গুলি
সে কি  বৃথাই বহিয়া যাবে?
মরণ  আছে যে নয়ন তুলি’,—
শেষে  প্রেমের অযশ গা’বে?
তবে  ফুলেরা দেখুকু, অয়ি!
এই  ভরা প্রেম নিমেষের,
ওগো  ভালবাসা হ’ক জয়ী
আজ  মরণের 'পরে ফের।

সুইনবার্ণ।