তীর্থরেণু/সাকীর প্রতি
সাকীর প্রতি
বিষন্ন হ’য়োনা সাকী হ’য়োনা মলিন,
এ দিন যে আনন্দের দিন;
যুদ্ধদিনে প্রাণপণে করেছি লড়াই,
এস, আজ জীবন জুড়াই।
আনন্দের পাত্র তুলে লও হাসিমুখে,
কাঁপে চুনি আঁখির সমুখে!
ভাবনার বিষে মন ডুবায়োনা, হায়,
ধৌত তারে কর মদিরায়।
ফর্দ্দূসী।