সাধ

(মিশর)

তোমার দুয়ারে দ্বারী হ’তে পেলে আমি তো ভাই,
কিছু না চাই,
বাঁচিয়া যাই!
ভৎসনা-বাণী কম্পিত মনে শুনি গো কত,
শিশুর মত,
নয়ন নত।
আমি যদি হায় হ’তাম তোমার হাব্‌সী দাসী,
রূপের রাশি,
নিকটে আসি’

অবাধে দু’চোখ ভরি’ দেখিতাম; সরম ভরে
যেতে না স’রে,
ঘোম্‌টা পরে!
হ’তাম যদি ও করে অঙ্গুরী, কণ্ঠে মালা,—
হৃদয় আলা!
রূপসী বালা!
মালারি মতন দুলিতাম তবে হৃদয় তলে,
নানান্‌ ছলে
বেড়িয়া গলে;
এক হ’য়ে যেত অঙ্গুলি আর অঙ্গুরীতে,—
অতি নিভৃতে,—
দুইটি চিতে।