নির্ঘণ্ট আলাপ:রাজসিংহ-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu

সাম্প্রতিক মন্তব্য: Hrishikes কর্তৃক ৯ বছর পূর্বে "রাজসিংহ" অনুচ্ছেদে

রাজসিংহ সম্পাদনা

হৃষিকেশদা, নির্ঘণ্ট:রাজসিংহ-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu নিয়ে কাজ করতে গিয়ে দেখলাম djvu-এ একটি অধ্যয় নেই- তৃতীয়টি। ছাপানোর সময় বাদ গেছে। অথবা পরে যোগ করে বাড়ানো হয়েছিল। এছাড়াও এই সংস্করনটি অসম্পূর্ণ - চতুর্থ খণ্ডে শেষ। আরো চারটি খণ্ড আছে। আপনার কাছে যদি, রাজসিংহের কোন djvu ফাইল থাকে, তাহলে সময় করে একটু আপলোড করে দেবেন। ধন্যবাদ সহ, Sujay25 (আলাপ) ১৯:৩৪, ২৩ ফেব্রুয়ারি ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

Sujay, আপনার সমস্যা আনন্দমঠ নিয়ে, না রাজসিংহ নিয়ে? আনন্দমঠে শুধু দুটো পাতা নেই, যা নির্ঘণ্ট ফাইলের পৃষ্ঠাতালিকায় দেখানো আছে। রাজসিংহে সমস্যা আছে বলে তো মনে হচ্ছে না। তবে এটা দ্বিতীয় সংস্করণ হওয়ায় সাইজে ছোট। বর্তমানে প্রচলিত পাঠ চতুর্থ সংস্করণ (১৮৯৩)। মূল সংস্করণ নেটে আমি পাই নি। শতবার্ষিক সংস্করণে (১৯৪০) এই পাঠ আছে, যা এখানে পাবেন। কিন্তু এটা PD নয়। Hrishikes (আলাপ) ০৪:৫০, ২৪ ফেব্রুয়ারি ২০১৫ (ইউটিসি)উত্তর দিন
Sujay,   করা হয়েছে Index:বঙ্কিমচন্দ্রের উপন্যাস গ্রন্থাবলী (প্রথম ভাগ).djvu. You should not change your comment after I have commented on it; in this case <s>content</s> may be used. Hrishikes (আলাপ) ০১:২৫, ২৫ ফেব্রুয়ারি ২০১৫ (ইউটিসি)উত্তর দিন
"রাজসিংহ-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu" পাতায় ফেরত যান।