নেতাজীর জীবনী ও বাণী/আমাদের অভাব
(পৃ. ১২৪-১২৫)
আমাদের অভাব
বাস্তবের দিক হইতে দেখিলে আমাদের অভাব তিন প্রকার:—(১) অন্নাদির অভাব, (২) বস্ত্রাদির অভাব, (৩) শিক্ষাদির অভাব। আমরা অন্ন চাই, বস্ত্র চাই, শিক্ষা চাই। কিন্তু মূল সমস্যার দিক হইতে দেখিলে প্রতীয়মান হইবে যে আমাদের জাতীয় দৈন্যের প্রধান কারণ ইচ্ছাশক্তি ও প্রেরণার অভাব। সুতরাং আমাদের যদি National will বা ইচ্ছাশক্তি জাগরিত না হয় তাহা হইলে শুধু অন্ন, বস্ত্র ও শিক্ষার ব্যবস্থা করিলেই জাতীয় সমস্যার সমাধান হইবে না। Benevolent despotএর মত সরকার বাহাদুর অথবা Local Bodyরা যদি জনসাধারণের অন্ন, বস্ত্র ও শিক্ষার ব্যবস্থা করেন তাহা হইলেও আমরা মানুষ হইতে পারিব না।