নেতাজীর জীবনী ও বাণী/জীবনবাদ বা আদর্শ

জীবন বেদ বা আদর্শ

 প্রত্যেক ব্যক্তির বা জাতির একটা ধর্ম্ম আদর্শ আছে; সেই আদর্শকে অবলম্বন ও আশ্রয় করিয়া সে গড়িয়া উঠে। সেই আদর্শকে সার্থক করাই তার জীবনের উদ্দেশ্য এবং সেই আদর্শকে বাদ দিলে তার জীবন অর্থহীন ও নিস্প্রয়োজন হইয়া পড়ে।...আদর্শ একটা প্রাণহীন গতিহীন বস্তু নয়, তার বেগ আছে, তার গতি আছে, প্রাণসঞ্চারিণী শক্তি আছে।