নেতাজীর জীবনী ও বাণী/প্রেরণা শক্তি
প্রেরণা শক্তি
আমাদের দেশে ব্যক্তির বা জাতির জীবনে প্রেরণা বা initiative হ্রাস পাইয়াছে। আমরা বাধ্য না হইলে বা কশাঘাত না খাইলে সহজে কিছু করিতে চাই না।...বাস্তবের দৈন্যকে অগ্রাহ্য করিয়া আদর্শের প্রেরণায় জীবনটাকে অনেক সময় হাসিতে হাসিতে বিলাইয়া দেওয়া প্রয়োজন—একথা আমরা কার্যতঃ স্বীকার করিতে চাহি না। এইজন্য প্রেরণা বা initiative এর অভাবের দরুণ ব্যক্তি ও জাতির ইচ্ছাশক্তি ক্রমশঃ ক্ষীণ ও নিস্তেজ হইয়া পড়িয়াছে। শুধু আদর্শের প্রেরণাতেই ইচ্ছাশক্তি জাগরিত হয়। আমরা আদর্শ ভুলিয়াছি বলিয়াই আমাদের ইচ্ছাশক্তি এত ক্ষীণ। বর্ত্তমানের ভাবদৈন্য বিদূরিত করিয়া নিজ নিজ জীবনে আদর্শ প্রতিষ্ঠা না করিতে পারিলে আমাদের প্রেরণা শক্তি জাগিবে না এবং প্রেরণা শক্তি না জাগিলে চিন্তাশক্তি ও কর্ম্মপ্রচেষ্টা পুনর্জ্জীবিত হবে না।......আজ আমাদের সেই যাদুকরের দণ্ডেরই প্রয়োজন যে দণ্ড সঞ্চালনে আমাদের সমাজের সর্ব্বত্র সাজ সাজ রব উঠিবে। স্বাধীনতার জন্য, সম্প্রসারণের জন্য, আত্মবিশ্বাসের জন্য যে ঐকান্তিক আগ্রহ তাহাই এই প্রেরণাদায়িনী শক্তি।