নেতাজীর জীবনী ও বাণী/রাজনীতিতে বিবাদ
(পৃ. ১২৫-১২৬)
রাজনীতিতে বিবাদ
রাষ্ট্রীয় ক্ষেত্রে বিভিন্ন আদর্শ, বিভিন্ন কর্ম্ম পদ্ধতি এবং মতানৈক্য থাকা স্বাভাবিক। মতান্তর অনেক সময় মনান্তরে পরিণত হয় এবং তার উপর যখন ব্যক্তির আত্মপ্রতিষ্ঠা লাভের আকাঙ্ক্ষা জাগিয়া উঠে তখন দলাদলি আরও তিক্ত ও বিষাক্ত হইয়া উঠে। রাজনীতিতে মতান্তর হওয়া অনিবার্য্য কিন্তু মতান্তর যেন মনান্তরে পরিণত না হয় এবং ব্যক্তিগত নিন্দা বা গালাগালি যেন আমাদের অস্ত্র না হয়, ভোটের পরিবর্ত্তে যেন আমরা ছোরা বা লাঠি ব্যবহার না করি।