নেতাজীর জীবনী ও বাণী/শ্রমিক ও কৃষক

শ্রমিক ও কৃষক

 দেশ ব্যক্তি বিশেষের বা সম্প্রদায় বিশেষের সম্পত্তি নয় এবং কি হিন্দু, কি মুসলমান, কি শ্রমিক, কি ধনিক কোন সম্প্রদায় বিশেষের পক্ষে সকলের সহযোগিতা ব্যতীত স্বরাজলাভ লাভ সম্ভব নয় কিন্তু সকলের ন্যায্য দাবী আমাদিগের স্বীকার করিতে হইবে, সঙ্ঘবদ্ধ শ্রমিক ও কৃষক সম্প্রদায়ের সহযোগ ব্যতীত স্বরাজলাভের আশা দুরাশা মাত্র এবং তাহারা যে পর্যন্ত সঘবদ্ধ না হইতেছে ততদিন তাহাদিগের পক্ষে স্বাধীনতা আন্দোলনে যোগদান সম্ভবপর নয়।