নেতাজীর জীবনী ও বাণী/স্বাধীনতার অখণ্ড রূপ
(পৃ. ১১৫)
স্বাধীনতার অখণ্ডরূপ
আমাদের আদর্শ—দেশের ও সমাজের সর্বাঙ্গীন মুক্তি। সর্ব্বাঙ্গীন মুক্তির বাণী গ্রামে গ্রামে ঘরে ঘরে প্রচার করিতে হইবে। স্বাধীনতার অখণ্ড রূপ আমরা উপলব্ধি করিতে পারি নাই। অখণ্ডরূপের উপলব্ধি জাতির মানস ক্ষেত্রে একদিন আসে না। বহুদিনের সাধনার ফলে এবং বহু বৎসর খণ্ড খণ্ড রূপ দেখিবার পর আমরা আজ অখণ্ডরূপের উপলব্ধি পাইতেছি। সমগ্র জাতিকে বুঝাইয়া দিতে হইবে স্বাধীনতার অখণ্ডরূপ কি। পূর্ণ সাম্যবাদের উপর নৃতন সমাজকে গড়িয়া তুলিতে হইবে।......এসো আমরা সকলে মিলিয়া পবিত্র মাতৃযজ্ঞে যোগদান করি।