পঞ্চক মালা/আস্‌ছে ভেঙ্গে

(৫)

আস্‌ছে ভেঙ্গে চোখের পাতা সুখের পরিশে।
সুদূর হতে যাদুর বলে
প্রবেশি’ আসি হৃদয় তলে,
প্রীতির দেহে, অতুল স্নেহে, বুলায় করে, সে।
স্বপনে যেন গালিয়া চুমে
চেতনা পড়ে ঢলিয়া ঘুমে;
জাগায় শেষে, কুসুম পিষে অঙ্গ-পরে সে।
লুটায় আঁখি সরস-রস-সঙ্গ পরশে।
চাহিনে আমি।— অতনু-নতা।
মোহিনী অতি সুতনু-লতা,
প্রীতিতে শুধু জড়ায় প্রীতি অমিত হরষে।
মুদিয়া আসে চক্ষু, মধু-জড়িত পরিশে।
ভাসিয়া এসে মধুর গাতি
ঝরিয়া পড়ে সরমে নিতি;
গীতির সাথে মাখানো ঘন পীরিতি বরষে।
আসে রে ভেঙ্গে চোখের পাতা সুখের পরিশে।