নব প্রভাত।
(১)


নমি তব পদে আজি এ প্রভাতে;—
প্রবেশিব নব জগত-সভাতে,—
শুভ্র পুণ্য-বসন অঙ্গে
পরিয়ে দে মা।
করিয়ে আশিস্‌  শিরে উষ্ণীষ
জড়িয়ে দে মা।

(২)

কর্ম্মের পথ রুধিয়া আমার
দাঁড়ায়ে উচ্চ জড়তা পাহাড়;
ঠেলিয়া চরণে সে বাধা বিষম
সরিয়ে দে মা!
আছে তার পর  নিরাশা সাগর—
তরিয়ে দে মা।

(৩)

পুণ্য সমরে হইব যাত্রী,
দেহ গো শস্ত্র জগত-ধাত্রী;
প্রীতির ধর্ম্মে অটুট বর্ম্ম
গড়িয়ে দে মা।
তূণেতে আমার শর সাধনার
ভরিয়ে দে মা!