পত্রাবলী (১৯১২-১৯৩২)/১৩৩

শ্রীসন্তোষকুমার বসুকে লিখিত

১৩৩
কেলসল লজ
শিলং
৬।৮।২৭

প্রিয়বরেষু সন্তোষবাবু,

 অনুগ্রহ করিয়া আপনি ২ তারিখে যে পত্র লিখিয়াছেন উহা আজ সকালে পাইয়াছি।

 আমি আনন্দিত যে, আপনি দুইটি বিষয়েই গভীর আগ্রহের সঙ্গে দৃষ্টি দিয়াছেন। দ্বিতীয়টি সম্বন্ধে সতর্ক হইতে হইবে এবং চাপ দিয়া কাজ হাসিল করিতে হইবে। মিঃ জে, সি, মুখার্জ্জী লোক কেমন আপনি জানেন। আপনি যে লোকের জন্য চেষ্টা করিতেছেন তাহার নিয়োগপত্র, তাঁহাকে দিয়া সহি করাইয়া লইতে হইবে। অবশ্য তাঁহার অসুবিধাও আছে অনেক—অনেক প্রভুর মন জোগাইয়া চলিতে হয়। তাই যতক্ষণ না আপনি চাপ দিয়া কাজ আদায় করিয়া লইতেছেন ততক্ষণ আপনার উদ্দেশ্য সিদ্ধ হইবে না।

 দ্বিতীয় দরখাস্তকারী পত্রে জানাইয়াছে যে, দুইটি পদ খালি আছে——Stock Verification Officer (মাহিনা ১৫০-২০০) ও Market Superintendent of Entally। সে অবশ্য শেষোক্ত পদে সরাসরি নিযুক্ত হইতে পারে না। Market Inspector-এর পদে তাহাকে ঢুকিতে হইবে যাহা, আমার মতে, খুব খারাপ চাকুরী নয়। যদি আপনি কিছু করাইয়া লইতে চান তাহা হইলে অনুগ্রহ করিয়া মিঃ জেসি-র ঘরে গিয়া শক্ত হইয়া বসিয়া থাকুন যতক্ষণ না কার্য্যোদ্ধার হয়। যদি তাঁহার উপর ভরসা করিয়া বসিয়া থাকেন, তাহা হইলে নিশ্চিন্ত থাকিতে পারেন যে, তিনি কিছুই করিবেন না।

 প্রথমোক্ত বিষয়টি সম্বন্ধে বলিতে পারি, E.G.P. Committee-র নিকট যখন উহা বিবেচনার্থ আসিবে তখন অনুগ্রহপূর্ব্বক teachers training certificate সংক্রান্ত ধারাটি বাদ দিয়া দিবেন।

 আপনার পরবর্ত্তী পত্রের জন্য সাগ্রহে অপেক্ষা করিব। আমি আপনাকে পূর্ব্বেই বলিয়াছি (যখন কলিকাতায় আমাদের সাক্ষাৎ হইয়াছিল), কর্পোরেশনের বর্ত্তমান শোচনীয় অবস্থায় আপনার নিকট আমি কি আশা করি। উহা বলার কারণ এই যে, আমি বিশ্বাস করি, জনগণের ইচ্ছানুযায়ী কাজ করিতে আপনার ঐকান্তিক চেষ্টার অভাব হইবে না। উপরন্তু, আমার প্রত্যাশা এই যে, ভবিষ্যতে বৃহত্তর কর্ম্মক্ষেত্রে আপনি আত্মনিয়োগ করিবেন।

 আমার শরীরের বেশ উন্নতি হইতেছে, তবে খুব দ্রুত নয়। সন্ধ্যার দিকে মোটরে চড়িয়া ঘুরিয়া আসি এবং একটু একটু বেড়াইতেছি। ওজনও বাড়িয়াছে ও শরীরে কিছুটা বল পাইতেছি। তবে হজমের গোলমালটা এখনও কষ্ট দিতেছে। আশা করি ধীরে ধীরে উহা সারিয়া যাইবে।

 আপনারা সকলে ভাল আছেন বোধহয়।

 গভীর শ্রদ্ধা জানিবেন। ইতি—

আপনার স্নেহের
সুভাষচন্দ্র বসু

(ইংরাজী হইতে অনূদিত)