পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/১০

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
৷০
অক্ষয়কুমার বড়াল-গ্রন্থাবলী

'এষা'র বিস্তৃত আলোচনা করিয়াছেন। অন্যান্য আলোচনার মধ্যে 'আধুনিক বাংলা সাহিত্যে' মোহিতলাল মজুমদারের এবং 'নানা নিবন্ধে' শ্রীসুশীলকুমার দের বিশ্লেষণাত্মক প্রবন্ধ উল্লেখযোগ্য।

আমাদের 'বিবিধ' খণ্ডটির প্রতি রসিক পাঠকদের দৃষ্টি বিশেষভাবে আকর্ষণ করিতেছি। ইহাতে গ্রন্থাকারে অপ্রকাশিত কবির বহু কবিতা এবং দুইটি পাণ্ডুলিপি-খাতার বহু কবিতা স্থান পাইয়াছে। এই সকল কবিতা লইয়া এখন পর্যন্ত আলোচনা হয় নাই। কবির প্রতিভা সম্পূর্ণ বুঝিবার পক্ষে এই কবিতাগুলি অপরিহার্য।

গ্রন্থাবলী-প্রকাশের কাজে অক্ষয়কুমারের উত্তরাধিকারীরা, শ্রীমান সনৎকুমার গুপ্ত ও শ্রীসুবলচন্দ্র বন্দ্যোপাধ্যায় আমায় বিশেষ সহায়তা করিয়াছেন।


শ্রীসজনীকান্ত দাস
২৯ অগ্রহায়ণ, ১৩৬৩


সূচী
 ১। প্রদীপ
 ২। কনকাঞ্জলি
 ৩। ভূল
 ৪। শঙ্খ
 ৫। এষা
 ৬। বিবিধ

প্রতিটি কাব্যের পৃষ্ঠাসংখ্যা ১ হইতে শুরু হইয়াছে।