এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
অক্ষয়কুমার বড়াল-গ্রন্থাবলী ঘুমায়ে পড়েছে দূরে জগৎ সংসার,— পত্রে পুষ্পে সমাবৃত, মলয়-নিঃশ্বাসে। বিমূঢ় হৃদয় ভাবে,—কোথা ভাষা তার। কি দিয়া নবীন পিক বসন্তে সম্ভাষে? জানি,—কি বলিতে চাই; জানি না,—কি বলি ক্ষম এই অক্ষমত। —সত্যে নাহি ছলি। কবি সরল-হৃদয় কবি— যেখানে মাধুরী-ছবি, সেখানে আকুল। পূর্ণিমায় নদীকূলে, উষালোকে তরুমূলে কত বকে ভুল। تمیی প্রজাপতি, মৃগ-আঁখি, ফুলে অলি, ডালে পাখী, গাছে গাছে ফুল, ছলে লতা তরু-বুকে, চকাচকি মুখে-মুখে— দেখিলে ব্যাকুল। রমণী, তোমারে চেয়ে, ভেবে না, কি গেল গেয়ে, কি বকিল ভুল! সরল-হৃদয় কবি— যেখানে মাধুরী-ছবি, সেখানে আকুল।