কনকাঞ্জলি ঃ গেছে 19 তুমি যদি হইতে পুরুষ, আমি যদি হুইতাম নারী — দেখিলে ও মান মুখ, শতধা হইত বুক, শতকণ্ঠে বলিতাম,—“আমি যে তোমারি? গেছে [ রবার্ট ব্রাউনিং-এর ভাবাতুকরণ ] এই পথ দিয়ে গেছে,—এখনো যেতেছে দেখা শত শুভ্র তৃণ-ফুলে চরণ-অলক্ত-রেখা। এই পথ দিয়ে গেছে,—চেয়ে চেয়ে চারি দিকে, এখনো হরিণী চেয়ে পথ-পানে অনিমিখে। এই পথ দিয়ে গেছে,—ছিড়ে পাত তুলে’ ফুল; নাড়া পেয়ে নাড় দেয় এখনো বিহগকুল। এই পথ দিয়ে গেছে,—গেয়ে গেয়ে মৃহ গান, এখনো বাতাসে র্কাপে সেই গুন-গুন তান। এই পথ দিয়ে গেছে,—ব’সে গেছে নদীকূলে, গেথে গেছে ফুলমাল, পরে’ যেতে গেছে ভুলে। এই পথ দিয়ে গেছে,—কেঁদে গেছে তরুতলে, এখনো সে অশ্রুকণা মিশে নি শিশিরদলে; কোথায় যেতেছে চলে",—কে আমারে বলে’ দেয়? এ অঙ্ক কে মুছে দেবে, এ মালা কে তুলে নেয়? কি তার মনের কথা? আমি ত জানি না কিছু। কে দেখেছে তার মুখ? আমি যে রয়েছি পিছু।
পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/১০৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।