এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
S8 অক্ষয়কুমার বড়াল-গ্রস্থাবলী প্রত্যহ চাহিয়৷ উষার পানে বলি যে হাসিয়া,— স্বপন সফল হবে আজ। আশায় বাধিয়া বুক থাকি যে বসিয়া, সারাদিন শূন্তগুহ-মাঝ। —ফুরায় না তার গৃহ-কাজ। সন্ধ্যায় নিঃশ্বাস ফেলি,—জীবন বিফল। কি কঠোর নারীর অস্তর। চাহিয়া আকাশ-পানে নয়ন নিশ্চল; ঝরে অঙ্ক, হৃদয় কাতর। —নাহি তার ক্ষণ-অবসর। তার স্মৃতি সংসারের আপদে বিপদে ভাবি যবে,—মঙ্গল মরণ; তার স্মৃতি, এসে আচম্বিতে, বলে হেসে,—‘মধুর জীবন? আছে তার স্মৃতি, বাচিব গে। স’য়ে। সংসারের আনন্দে সম্পদে ভাবি যবে,—মধুর জীবন; তার স্মৃতি, হৃদয়-নিভৃতে, বলে কেঁদে,—“মঙ্গল মরণ “ কোথায় বিস্মৃতি। বাচিব কি ল’য়ে?