$$
অক্ষয়কুমার বড়াল-গ্রন্থাবলী ধীরে পড়ে বায়ুর নিঃশ্বাস, মৃত্ন কাপে ফুলের সুবাস; ছোট ছোট তারাগুলি ঘুমে পড়ে চুলি চুলি, কাপে চোখে সরমের হাস। নদী-পারে ডাকে পাখী আধ-ঘুমে থাকি থাকি, কুল-কুল নদী বহে যায়; তীরে তীরে তরু-কোলে কুসুমিতা লতা দোলে, জগৎ ঘুমায়। আসি, প্রিয়, দেখিতে তোমায়। যখন গে৷ হৃদয় ঘুমায়— বাসনা ঘটনা যত, সমীরে সুরভি মত, নীরবে ফুটতে মিশে যায়; ভাসা-ভাসা কথা শত, নদীতে ঢে’য়ের মত, হেথাহোথা ভাসিয়া বেড়ায়; কে আপন, কেব। পর, কাহারে করিবে ভর— হৃদয় বুঝিতে নাহি চায়। স্বপনের মত হ’য়ে, হাতে প্রেম-মাল৷ ল’য়ে আসি, প্রিয়, দেখিতে তোমায়। আসি, প্রিয়, দেখিতে তোমায়। যাই—যাই, নাহি বল, চোখে ভরে’ আসে জল, হৃদয় কঁাপিয় উঠে সন্দেহে লজ্জায়। আর বার মনে হয়,— কেন লজ্জা, কেন ভয়? নয়নে লিখিয়া দেই অলক্ষ্য চুম্বনে,— যে প্রেম ফুটে না কভু নারীর বচনে।