পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/১১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অক্ষয়কুমার বড়াল-গ্রন্থাবলী মিলনে নাহিক সাধ, সে কেবল অপবাদ; র’ব মোর দূরে দূরে, রবে মুধু মুখ-স্মৃতি। মিলনের তরে মন কাদিবে আকাশে চাহি’, বুঝাইব দীর্ঘশ্বাসে,—জগতে মিলন নাহি। এ ধর মাটীতে গড়, নর-নারী স্বার্থে ভরা; এ নহে নন্দন-বন হেথা আছে লোক-ভীতি। চোখে উছলিবে জল, মুখে ফুটিবে না কথা, অস্তরে পিপাস। আশা, সম্মুখে বিরহ-ব্যথা। কাছে আছ, তবু নাই। আরো চাই—আরে চাই। দিয়েছ, নিয়েছ সব—তবুও অভাব-গীতি। মিলন নরক-দাহ—আমরণ হাহাকার, নিমেষ-চঞ্চল-সুখে বুকে চির অগ্নি-ভার। বিরহ-মথিত প্রেম, অনঙ্গ-কষিত হেম। দিও না কলঙ্ক-ডালি তুলে’ শিরে, হে অতিথি এ নহে;প্রেমের রীতি। קשtס হৃদয়ে বেঁধেছি, সখী, ৰল; भूह अँथि-छण। দাও—দাও, ছেড়ে দাও, যেথা ইচ্ছা—দূরে যাও; প্রেম যদি কলঙ্ক কেবল— এ প্লেমে কি ফল!