এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
ॐ আমার এ কাব্যে আমার এ কাব্যে আজ,—আপন হারায়ে, দেছি মোর সবর্বস্ব জড়ায়ে। যদি এ কবিতা সম হ’তে তুমি, প্রিয় মম, কোন দিন ভেঙ্গে-গড়ে’–হৃদয় তোমার লইতাম করি আপনার। বৃথা গাথি ভাবে শব্দে–তুমি কত দূরে, ন। জানি কাহার অস্তঃপুরে। নিশীথে পাপিয়া তানে এ গান কি পশে কাণে? এ প্রেম কি জাগে প্রাণে,—হেরি* নিশা-শেষে মান জ্যোৎস্ব পড়ি’ দ্বারদেশে? কোন দিন কাব্যখানি—দিন যদি পায়— হাতে শুয়ে মুখ-পানে চায়। আগ্রহে আশায় ভুলি” চাহিবে কি বর্ণগুলি? কাদিবে কি ছত্রগুলি বিরহ-ব্যথায়— চিত্ত মোর পাতায় পাতায়? কবিতা আসিছে কিশোরী, বনপথ দিয়া, নতমুখী কত লাজে। নবীন হৃদয়ে নবীন প্রগল্প মুঘল মধুর বাজে।