এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
কনকাঞ্জলি ঃ কবিতা সম্মুখে সরসী, বিমল আরসী, রূপ-আভা পড়ে জলে। বকুলের ছায়া কুল হ’তে সরে, ফুটে পদ্ম দলে দলে। টগর-কিরীটে উষার কিরণ উছলি পিছলি? লুটে $ মিলাল কুন্দের মধুর হাসিটা কুসুম্ভ-অধরপুটে। চকিত নয়ন— সভয় ভ্রমর আকাশে উড়িতে চায়। কোথা ভাব-সখী, ভাষা-সহচরী। কে পথ দেখাবে তায়? পড়িল বসিয়া তমাল-তলায়— হৃদয়ে বিধিছে কি যে। শিথিল শরীর, শ্লথ কেশ-বেশ, শিশিরে আচল ভিজে। তরু লতা পাতা জিজ্ঞাসে বারতা, হরিণী বিস্ময়ে চায়; তটে উথলিয়া কাদিছে তটিনী, শ্বসিছে কাতরে বায়। কে পথ দেখাবে, কেবা সাথে যাবে? যাবে কোন স্বৰ্গপুরে? জগতের জীব জানে না ত্রিদিব, নিজ স্থখ-হুখে ঘুরে।