এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
অক্ষয়কুমার বড়াল-গ্ৰস্থাবলী
থাকিতে সময় তবে বিদায়, ললন। মিলন চঞ্চল অতি— বিরাগ-সমুদ্রে গতি;
আর কেন স্বপ্নে মাতি থাকিতে চেতন। দেখিছ না পলে পলে
প্রেম মৃত্যুপথে চলে—
ভুলি বৰ্ত্তমান—ক্রমে ভবিষ্য-ভাবনা।
বিদায়, ললনা।
হা হৃদয়, বিনির্মিত রক্ত-মাংস-মেদে
পরিমলে কুতুহলী, ফুলে শেষে পদে দলি;
তৃপ্তির নরকে জ্বলি অতৃপ্তির খেদে। বুঝি না সঞ্চারী পরে স্থায়ি-রস মূৰ্ত্তি ধরে;
অসীম মিলন ক্ষুরে সসীম বিচ্ছেদে।
বিদায়
যে কথা—থাকিতে প্রাণ—ফুটিবে না মুখে, পলে পলে বুঝিতেছে কিন্তু প্রাণ মন।
দেখ, এই দিবালোকে অঙ্ক মুছি’ স্থির চোখে,— হৃদয়ে প্রলয়-ঝড়, অন্ধ ছ’ নয়ন।
যে অধর কঁাপিতেছে বলিবার তরে,
সে অধরে একবার কর লো চুম্বন।
শিরায় শিরায়, বালা, দেখ কি বিদ্যুৎ-জ্বালা; বজানলে দেহে মনে সজ্ঞানে দহন।