পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/১৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

कनकांथनि: ८थम कि बूंकांन' थाब्र নিগদ্ধ কুসুম সম পথ চেয়ে খসি। দেখিবে না—বুঝিবে না আমারি প্রেয়সী,— যদিও আমার হুখে কাদে বিশ্বজন। হৃদয় সমুদ্র সম হৃদয় সমুদ্র সম আকুলি’ উচ্ছ্বসি" আছাড়ি পড়িছে আসি তব রূপ-কুলে। হৃদয়—পাষাণ-দ্বার দাও—দাও খুলে’। চিরজন্ম লুটিব কি ও পদ পরশি’? অস্থদিন—অমৃক্ষণ হুরাশায় শ্বসি’ বৃথায় পশিতে চাই ওই মর্ম্ম-মূলে। লক্ষ্যহীন-নেত্রে, নারী, সাজি’ নানা ফুলে, মরণ-লুণ্ঠন হের,—স্থির গর্ব্বে বসি। কি মমত্ব-হীন তুমি, রমণী-হৃদয়। এত বর্ষে, এই স্পর্শে, এ চির-ক্রেন্দনে, এত ভাস্থ্যে, এই দাস্তে, এ দৃঢ়-বন্ধনে,— দানব সদয় হয়, ব্রহ্মাও বিলয়। বিফল উদ্যম, শ্রম, বিক্রম, বিনয়— নিত্য পরাজিত আমি তোমার চরণে! প্রেম কি বুঝান’ যায় প্রেম কি বুঝান’ যায়? নয়নে নয়নে না মিলিল যদি, কেমনে বুঝাব তায়? চলিয়। সে যায়, ফিরিয়া না চায়, আমি শুধু চেয়ে থাকি; বুঝিতে চাহিলে সকলি বুঝিত,— জাখিতে মিলিত আঁখি।