পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/১৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অক্ষয়কুমার বড়াল-গ্রন্থাবলী প্রেম কি বুঝান’ যায়? নিশাসে নিশাসে বুক ভেঙ্গে আসে, কেমনে বুঝাব তায়? দাড়াইলে কাছে, হরু-হরু হিয়া, গুরু-গুর গরজন; বুঝিতে চাহিলে সকলি বুঝিত,— দেহে মনে প্রাণপণ। ’ প্রেম কি বুঝান’ যায়? কথায় কথায় মরম-ব্যথায় কেমনে বুঝাব তায়? বলি-বলি কত, মুখখানি নত, অধরে উঠে না ফুটি; বুঝিতে চাহিলে সকলি বুঝিত,— হৃদয়ে পড়িত লুটি। প্রেম কি বুঝান’ যায়? আভাসে বিশ্বাসে যদি না বুঝিল, কেমনে বুঝাব তায়? কোথা তার আদি, কোথা তার অন্ত, কোথা তার মধ্যদেশ! একে সদা, হায়, অন্ত হ’য়ে যায়, এত লাজ-ভয়-ক্লেশ। প্রেম কি বুঝান’ যায়? ন দেখে দেখুক, না বুঝে বুঝুক, মুখ দুখ তার পায়। কোথা রবি উঠে, কোথা ফুল ফুটে; ছুটে কেন পরিমল? দেবতা আকাশে, ঋষি বনবাসে; মাঝে কেন আঁখি-জল?