পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/১৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8२ অক্ষয়কুমার বড়াল-গ্রন্থাবলী কি মহা-জীবন-খেলা—মেঘে বঞ্জে হুড়াহুড়ি,— দাপটে ঝাপটে ধরা ভ্রমে কোথা গুড়িগুড়ি। আহাহ, সমুদ্রে ঝড়ে কি সস্তাষ, কি আরতি,— মূৰ্ছিত দেবতাগণ, স্তম্ভিত ব্রহ্মাণ্ড-গতি। সর্থীর উক্তি যায়—ওই যায়। আকুল ঝটিক ওই ছুটিল সাগর-মুখে, হইল না ঠাই তার এ ক্ষুদ্র ধরায়। কাটিল না তার বেলা, ল’য়ে লতা-পাত-খেলা, ল’য়ে তটিনীর উর্ম্মি, কুসুম-কুন্তল— প্রাণে তার এত কোলাহল। যায়—ওই যায়। ধূখুধু সাগর-নরে, ধুধুধু বালুক-তীরে, ধুধুধু মধ্যাহ্ন-রৌদ্রে আনন্দে লুটায়। কল্পনার শত চিত্র— কত-না নায়িক মিত্র হয় ওতপ্রোত নিত্য হৃদয়ে যাহার,— সদা ঢুলু-ঢুলু প্রাণে ঢলিবে তোমার পানে, এ যে রে অসাধ্য কর্ম্ম—আত্মহত্য তার। দাও—ছেড়ে দাও। কেন নিমেষের তরে মাঝে তার এসে পড়ে’ চূর্ণ হ’য়ে যাও। দাও—যেতে দাও। ও যে জগতের পূরে— চল চাই অন্তঃপুরে, সজল নয়নে মিছে পথ-পানে চাও। ওর শুধু খেলা সার— চুরমার ছারখার;