এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
8$9 অক্ষয়কুমার বড়াল-গ্রন্থাবলী দিয়া নিজ আশ ভাষা, প্রেম রাশি রাশি, মজিতাম তাহারি ভঙ্গিতে। দিতাম নয়নে তার আমার চেতনা, হৃৎ-রক্তে রঞ্জিয়া কপোল,— লতিকার নব পর্ণে পুষ্প-সম্ভাবন, সৌন্দর্য্যের বিচিত্র হিল্লোল। তুমি শব্দে ভাবে ছন্দে কেন এসেছিলে, নতমুখী নবীন ললনা? দেখি নি—ভাবি নি কিছু আমি যে অখিলে, বুঝি নাই নারীর ছলনা। ক্রস্তে ব্যস্তে প্রেমমালা পরাইম গলে, আশার কিরীট দিনু শিরে; ইহ-পরকাল মম দিয়া পদতলে— আজ আমি কোথা যাব ফিরে’? সে যৌবন-কল্পনায় নিজ প্রাণ দিয়া জড়ে কেন দেই নি চেতনা 7 দৃষ্টিহীন নেত্রে—চির রহিত চাহিয়া। আমার সে প্রথম কামনা। কেন অঙ্গে অঙ্গে তার দেই নি ছড়ায়ে আমার সে হৃদয়-স্পন্দন? আপনার বাহুপাকে আপন জড়ায়ে দেখি নাই প্রেমের স্বপন? আজন্ম তপস্তা-ফলে লভি উপহাস— তবু কেন বিরহ-বেদন। মাঙ্গকতা-অবসাদে মাদক-পিয়াস, ভ্রম-ভঙ্গে ভ্রম-অম্বেষণ।