পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/১৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অক্ষয়কুমার বড়াল-গ্রন্থাবলী শীতল দখিণী বায়, কুলে কুলে, কুঞ্জ-ছায়, বিভলে ঘুমাত পড়ি, পরিমল আলসে। কখন বঁাশীর মুরে কেঁদে কেঁদে যেত দূরে।, কখন আসিত কাছে, ফলে ছলে লালসে। —বিভলে ঘুমাত পড়ি, পরিমল আলসে। ঝরিত মন্দার-ফুল, গাহিত বিহুগ-কুল, ফুল-মাল৷ ল’য়ে করে বালিকার আসিত; হাসিয়া পরাতে এসে, সরমে দাড়াত শেষে। কেত্বে মা পরিলে গলে, আঁখি-জলে ভাসিত। যেতে যেতে—ফিরে যেতে, বালিকারা আসিত। ঙ্গ ঝটি-দিগন্ত দূরে— श८भक्र-कनक-छूटफ़, ঘুম ঘুম দেহে উষা কত খেলা খেলিত। চন্দ্রম, কুমেরু-কোলে পড়িতে পড়িতে ঢ’লে, মেঘ ঢেকে, মেঘ খুলে, কত স্বপ্ন তুলিত। ঘুম ঘুম দেহে উষা কত খেল খেলিত। আমরা, কল্পনা-ভরে মেঘে বাধিতাম ঘরে, কখন বা ধরা পরে থাকিতাম চাইয়া। গ্রহ, উপগ্রহে কত, গড়ি জন্ম-ভবিস্তুত, কহিতাম কত কথা,—রহিব কি লইয়া। নীল, পীত, ধূম্ৰ, শীত—কত গ্রহে চাইয়।