পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/১৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভুল? উপহার দেখিয়াছি মহাকাশে, পরমাণু মহোল্লাসে ব্রহ্মাও রেখেছে ছেয়ে, ছড়াইয়া আপনে। দেখিতেছি এই দুরে— কি মুর বঁাশীতে পুরে সংসার রেখেছে ছেয়ে প্রেমে, গানে, স্বপনে। জগত রেখেছে ছেয়ে, ছড়াইয়া আপনে। তারার কিরণে তার কঁাপিছে অবশ-পার। মেঘের উপরে মেঘ পড়িতেছে ঘুমিয়া! অলস তটিনী-কায় মিশিছে সাগর-গায়। সমীর মূৰ্ছিত প্রায়, যুথিবৰ্ন চুমিয়া। মেঘের উপরে মেঘ পড়িতেছে ঘুমিয়া। তবে, সখা, ধর “ভুল’। তটিনীর কুল কুল ছুটিছে তোমারি দিকে, এ যে পুর্ব্ব-বাহিনী। ধর এ কুসুম-বাস, বনের নীরব শ্বাস, অফুট বিহগ-গান, হৃদি-ভাঙা কাহিনী। ছুটিছে তোমারি দিকে, এ যে পূর্ব-বাহিনী। অচেনা জগত-বুকে, অবরুদ্ধ সুখে-দুখে কত ভুল করিয়াছি, কত ভুলে ভুলিয়া। ন ল’য়ে কিছুরি তত্ত্ব, আপনার ভাবে মত্ত, ফেলেছি, ঝটিকা মত, না জানি কি তুলিয়া। রবি, এও কি হ’য়েছে ভুল, এত ভুলে ভুলিয়া?