এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
धश्नकूषाँन्न ईळ्ाण-अश्वावंशौ
বড় খাস্ত, বড় ক্লান্ত হৃদয় আমার,
ঘুমাইতে চায়। শেষ হ’য়ে আসে দিন, এস একবার, আছি আর দও-ভূই, হায় ।
জগতে
সেথা হায় কে বুঝিবে বল, যেথায় সকলি কোলাহল ।
লুকায়ে, সভয়ে কত যে, প্রেম—মন্ত্রের মত,
জপিতেছে নিশ্বাসে কেবল । সেথা তারে কে বুঝিবে বল, দেখি ছুটি নয়ন সজল । সেথা হায় কে বুঝিবে বল, যেথায় সকলি কোলাহল । নীরবে ভাঙিছে বুক, ভালবাসা-বিবমুখ ঢালিতেছে নীরবে গরল । সেথ। তারে কে বুঝিবে বল, দেখি দুটি নয়ন সজল । করেতে লেখনী নাই, মাথায় কিরাট নাই,
সেথ। তারে কে বুঝিবে বল, যেখায় সকলি কোলাহল ।
গান মোর
গান মোর নাহি যায় বুঝা,
বলুক ; ব’লে না তুমি—তুমি
কে ক’রেছে জীবন অবুঝ,
অবুঝ সংসার, ধরাভূমি ?